অনলাইন ডেস্কঃ নীল আকাশ, স্বচ্ছ নদীর জলে শত শত ট্রলার। প্রকৃতি বলে দিচ্ছে সাগরে শিকারে যাওয়ার উপযুক্ত সময়। তাই কক্সবাজার উপকূলে মহাব্যস্ত জেলেরা।
সাগরে ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার (২৩ জুলাই) মধ্যরাতে। তাই কক্সবাজার উপকূলের লক্ষাধিক জেলে সাগরে যেতে পুরোপুরি প্রস্তুতি নিয়েছেন। দীর্ঘদিন নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকারে যাবে এতে মহাখুশি জেলেরা। আর নিষেধাজ্ঞা কাটিয়ে সাগরে কাঙ্ক্ষিত মাছ জালে ধরা পড়বে এমনটা আশা ট্রলার মালিক ও ব্যবসায়ীদের।
নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন উপকূলে পড়েছিল মাছ ধরার ট্রলারগুলো। অনেক ট্রলারে পড়ে ছিল মরিচা। কিন্তু জেলেরা ফিরে কেউ ট্রলারে তুলছেন জাল, রশি ও নানা সামগ্রী। আবার কেউ মরিচা পড়া ট্রলারে করছেন রং। জেলেরা যেন উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
জেলেরা জানান, আমরা প্রস্তুতি নিচ্ছি। আজ রাতে নিষেধাজ্ঞা শেষ হলেই সাগরে ট্রলার ভাসাব। আশা করছি, এবার ভালো মাছ পাব।
এক ট্রলার মালিক জানালেন, তার সব ট্রলার মাছ ধরতে সাগরে যেতে প্রস্তুত এখন।
ট্রলার মালিক আর মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা কামাল হোসেন বলেন, কষ্ট করে নিষেধাজ্ঞার সব নিয়ম পালন করেছে জেলেরা। এখন সাগরে ভালো মাছ পেলেই সবার কষ্ট লাঘব হবে।
কক্সবাজারে ছোট-বড় ৮ হাজারের অধিক মাছ ধরার ট্রলার থাকলেও নিবন্ধিত ট্রলারের সংখ্যা ৬ হাজার। আর উপকূলে জেলে রয়েছেন লক্ষাধিকের বেশি। সূত্রঃ সময় নিউজ