অনলাইন ডেস্কঃ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির পেসার শোয়েব আখতার বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত-পাকিস্তান। তবে ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতবে পাকিস্তান।
পাকিস্তানের সাবেক এ তারকা পেসার ইউটিউব স্পোর্টসকে বলেন, আমার মনে হচ্ছে— পাকিস্তান ও ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে এবং ভারতকে হারিয়ে শিরোপা জিতবে পাকিস্তান।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ডও ভালো। দুদলের ১১ ম্যাচের সাক্ষাতে পাঁচ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান।
মহামারি করোনাভাইরাস ভারতে তুলনামূলক বেশি সংক্রমিত হওয়ায় এবারের বিশ্বকাপ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর বিশ্বকাপ শুরু হয়ে ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। আয়োজক সেই ভারতই থাকছে। সূত্রঃ যুগান্তর