অনলাইন ডেস্কঃ বুধবার দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ধর্মীয় রীতি মেনে দেওয়া হয়েছে পশু কুরবানি। এরপর ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবারও ঢাকার বিভিন্ন এলাকায় পশু কুরবানি চলছে।
রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় পশু কুরবানির দৃশ্য। পশু কুরবানির পর মাংস কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন কসাই।
আমান মিয়া নামের এক কসাই বলেন, আজ সাতটি গরু তৈরির কথা রয়েছে। চারজনের দল নিয়ে এরমধ্যে শেষ করেছি দুটির কাজ। বাকিগুলো দ্রুত করে ফেলবো আমরা।
গরু জবাই করছিলেন লালবাগ আলিয়া মাদরাসার শিক্ষার্থী আল ইমাম। তিনি জানান, সকাল পর্যন্ত সাতটি গরু জবাই করেছেন। আর ঈদের দিন জবাই করেছেন ১০টি গরু।
ইসলামের বিধান অনুযায়ী ঈদের পর আরও দুই দিন কুরবানি দেওয়া যায়। অর্থাৎ শুক্রবারও চলবে পশু কুরবানি। সূত্রঃ যুগান্তর