অনলাইন ডেস্কঃ খেলার মাঠে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির অহরহ রেকর্ড। মাঠের মেসি এবার রেকর্ড গড়লেন মাঠের বাইরে। এইতো কদিন আগেই কোপা আমেরিকার শিরোপা জিতে আক্ষেপ ঘুচিয়েছেন ২৮ বছরের অপেক্ষার। সেই কাঙ্ক্ষিত শিরোপা হাতে খালি গায়ে একটি ছবি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেই ছবি দিয়েই এবার রেকর্ড গড়েছেন মেসি।
এবারের রেকর্ডটা একটু ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কোপার শিরোপা নিয়ে পোস্ট করা সেই ছবি সর্বোচ্চ লাইক পাওয়ার রেকর্ড গড়েছে। লাইকের হিসাবে ছাড়িয়ে গেছেন প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোকে।
ট্রফি নিয়ে সেই ছবিতে ক্যাপশন ছিল, ‘কি সুন্দর পাগলামি! এটা অবিশ্বাস্য। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমরা চ্যাম্পিয়ন!’
মেসির সেই ছবিতে লাইক পড়েছে ২০ মিলিয়ন বা দুই কোটি। যা যে কোন খেলার ছবিতে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইকের রেকর্ড গড়েছে।
এর আগে সর্বোচ্চ লাইকের রেকর্ড ছিল রোনালদোর। পর্তুগিজ সুপারস্টার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন। যে ছবিতে লাইক পড়েছিল ১৯.৮ মিলিয়ন বা ১ কোটি ৯৮ লাখ। সূত্রঃ সময় নিউজ