অনলাইন ডেস্কঃ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ঘোষণা করা হয়েছে। আসন্ন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে লড়াই হতে যাচ্ছে ভারত-পাকিস্তানের। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে উন্মুখ হয়ে থাকেন সমর্থকরা। এবার গ্রুপপর্বেই দেখা হতে যাচ্ছে এই দুই দলের।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ২ নম্বর গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান। এছাড়াও এই গ্রুপে আছে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। সঙ্গে এই গ্রুপে যোগ হবে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্সআপ দল।
সুপার টুয়েলভে জায়গা করে নিতে বাংলাদেশকে খেলতে হবে প্রথম রাউন্ড। যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে তবে ভারত, পাকিস্তান কিংবা নিউজিল্যান্ডের সঙ্গী হবে।
তবে বাংলাদেশ প্রথম রাউন্ডে গ্রুপ রানার্সআপ হলে বদলে যাবে প্রতিপক্ষ। গ্রুপ রানার্সআপ হলে দ্বিতীয় রাউন্ডে টাইগারদের খেলতে হবে গ্রুপ ১-এ। এই গ্রুপে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
রাউন্ড ১
গ্রুপ এ : শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া
গ্রুপ বি : বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান
সুপার ১২
গ্রুপ ১ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন এবং গ্রুপ ‘বি’ রানার্সআপ
গ্রুপ ২ : ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, গ্রুপ ‘এ’ রানার্সআপ এবং গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন।
গ্রুপ ১ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন এবং গ্রুপ ‘বি’ রানার্সআপ
গ্রুপ ২ : ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, গ্রুপ ‘এ’ রানার্সআপ এবং গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন।
সূত্রঃ সময় নিউজ