অনলাইন ডেস্কঃ পরমাণু অস্ত্র বানানোর পর্যায়ে অর্থাৎ ৯০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা ইরানের রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
মন্ত্রিসভার বৈঠকে তিনি বুধবার এ কথা জানান। এসময় তিনি আরও বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি অক্ষুণ্ণ রয়েছে। খবর আরব নিউজের।
পরমাণু শক্তি সংস্থা প্রমাণ করেছে ইরান চাইলে ২০ ও ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। কখনো যদি নিজেদের রিঅ্যাক্টরের জন্য ৯০ শতাংশ মাত্রার ইউরেনিয়াম প্রয়োজন হয় তাতেও সমস্যা নেই। এই সক্ষমতা আছে।
রুহানি বলেন, শান্তিপূর্ণ কাজের জন্য ইরান সব কিছুই করতে পারে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা ভাবতেই পারেনি যে ফোরদু পরমাণু স্থাপনা চলমান থাকবে। তারা ভেবেছিল সর্বোচ্চ ১০০ সেন্ট্রিফিউজ সচল থাকবে। কিন্তু পুরো মাত্রায় এটি সচল রয়েছে। ইরানি জাতির প্রতিরোধ ও দৃঢ়তার কারণে এটা সম্ভব হয়েছে।
রুহানি বলেন, শত্রুদের কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। তারা ইরানের সরকার ব্যবস্থাকেই টার্গেট করেছিল। ইরানের অর্থনীতিতে ধস নামাতে চেয়েছিল। কিন্তু তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। সূত্রঃ যুগান্তর