অনলাইন ডেস্কঃ ঈদকে সামনে রেখে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। কঠোর বিধিনিষেধের মধ্যেও নানাভাবে বুধবার (১৪ জুলাই) সকালে রাজধানী থেকে ব্যক্তিগত ও ভাড়া যানবাহনে ঘাট এলাকায় জড়ো হচ্ছে হাজার হাজার মানুষ।
মাওয়া নৌপুলিশ স্টেশনের ইনচার্জ মো. সিরাজুল কবির জানান, ঈদ যত ঘনিয়ে আসছে, ভিড় ততই বাড়ছে শিমুলিয়া ঘাটে। কঠোর বিধিনিষেধের মধ্যে চেকপোস্ট থাকার পরও কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না জনস্রোত। বৃহস্পতিবার থেকে এ রুটে লঞ্চ ও ট্রলার চলাচল শুরু হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে পদ্মা পাড়ি দিতে পারে সে জন্য কাজ শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (মেরিন) আহম্মেদ আলী জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পদ্মার প্রবল স্রোতে মোকাবিলা করে বহরের ১৭ ফেরির মধ্যে চলতে পারছে ১৩টি। ২৪ দিন বন্ধ ধাকার পর এই রুটে আগামীকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে লঞ্চ চলাচল শুরু হবে।
খুলনাগামী হরলাল দাস বলেন, পথে পথে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে আর কষ্ট তো আছেই। হরলাল ঢাকার কেরানীগঞ্জের একটি বাড়িতে কেয়ার টেকারের কাজ করেন। আজ সকাল ৮টায় তার বাবা মারা গেছেন। তাই লকডাউনের মাঝেও ফিরতে হচ্ছে। করোনা সংক্রমণ ঝুঁকি নিয়ে হলেও বাড়ি যেতে হবে।
ঢাকার রাস্তায় গাড়িচালক আব্দুল হান্নান পরিবারের সঙ্গে ঈদ করতে শরীয়তপুর যাচ্ছেন শিমুলিয়া ঘাট হয়ে। বৃহস্পতিবার থেকে লকডাউন শিথিল হবে তাই ভিড় এড়াতে একদিন আগেই যাচ্ছেন বাড়িতে। গত ঈদুল ফিতরে প্রচুর ভিড় থাকায় এবার ঈদের আনন্দ উপভোগ করতে যাওয়া। সূত্রঃ সময় নিউজ