অনলাইন ডেস্কঃ অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিদ্রোহীদের হামলায় ভারতীয় একজন স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) এবং তার স্ত্রী নিহত হয়েছেন।
বিদ্রোহীরা তাদের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় তাদের মেয়েও আহত হয়েছে।পুলিশ জানিয়েছে, ফায়াজ আহমাদ নামের ওই কর্মকর্তা আওয়ান্তিপোড়ার হারিপারিগ্রামের বাসিন্দা। রোববার (২৭ জুন) রাত ১১টায় নির্বিচারে গুলি করে তাদের হত্যা করেছে বিদ্রোহীরা।
হাসপাতালে নেওয়ার পথে এসপিও এবং তার স্ত্রী রোজা বেগম মারা যান। তাদের কন্যা রাফিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিন ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতেও হামলা হয়েছে। অধিকৃত অঞ্চলটিতে ভারতীয় সামরিক স্থাপনায় এই প্রথম কোনো ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
এতে বিমান বাহিনীর দুই কর্মকর্তা হালকা আহত হয়েছেন। পাকিস্তান সীমান্ত থেকে ১৪ কিমি দূরে উচ্চ নিরাপত্তার এই বিমান ঘাঁটি অবস্থিত। সূত্রঃ সময় নিউজ