প্যারিসের প্রায় ১০০ কিলোমিটার উত্তরে বিউভেইস শহরে মসজিদটি অবস্থিত। ওই শহরে ৫০ হাজার মানুষের বাস। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, মসজিদটি ছয় মাস বন্ধ থাকবে।
মসজিদটি বন্ধের নির্দেশনায় বলা হয়েছে, ইমাম তার বক্তব্যে ঘৃণা ও সহিংসতাকে উসকে দিয়েছেন এবং জিহাদের পক্ষে অবস্থান নিয়েছেন।এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান, মসজিদটির ইমাম বড়দিন, সমকামী ও ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন। যা অগ্রহণযোগ্য। সূত্রঃ বিডি প্রতিদিন