অনলাইন ডেস্কঃ চোরাচালান রোধে রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় গবাদিপশুর নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। বিজিবির নেওয়া এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আর বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, এই পদ্ধতিতে সহজেই অবৈধ পথে আসা গরু-মহিষ চিহ্নিত করা যাবে।
রাজশাহীর সীমান্ত এলাকায় কঠোর নজরদারি সত্ত্বেও চোরাচালান ঠেকাতে হিমশিম খাচ্ছে বিজিবি। তাই চর আষাড়িয়াদহ, খানপুর, খিদিরপুর, মাঝারদিয়াসহ সীমান্ত এলাকায় গবাদিপশুর জন্য করতে হবে নিবন্ধন। বিজিবি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে কাছে এই নিবন্ধন করা যাবে। পাশাপাশি নিজের কাছেও রাখতে হবে এ সংক্রান্ত একটি খাতা। এতে সীমান্তবর্তী গ্রাম বা ইউনিয়নে পুঙ্খানুপুঙ্খভাবে গরু-মহিষের হিসাব রাখা সম্ভব হবে বলে মনে করেন চরাঞ্চলের বাসিন্দারা। এ ছাড়া গবাদিপশুর বাচ্চা জন্ম নিলে অথবা গরু-মহিষ ক্রয় বা বিক্রয় করলেও সেই তথ্য বিজিবি ক্যাম্প ও ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রার খাতায় সংযোজন-বিয়োজন করতে হবে।
ইউনিয়ন পরিষদের দেওয়া তথ্য মতে, জেলার সীমান্তবর্তী এলাকায় গবাদিপশুর সংখ্যা প্রায় ৭৫ হাজার। সূত্রঃ সময় নিউজ