অনলাইন ডেস্কঃ লিগ ওয়ানের গেম উইক ১২-এর আগে দুঃসংবাদ পেল পিএসজি। শুক্রবার (২৯ অক্টোবর) গতবারের লিগ ওয়ান চ্যাম্পিয়ন লিলের বিপক্ষে মাঠে নামছে মেসির ক্লাব পিএসজি। তবে সেই মেসির ক্লাবে মেসিকে নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। আরও শঙ্কা রয়েছে নিয়েও।
পেশির সমস্যায় ভুগছেন আর্জেন্টাইন তারকা মেসি। ম্যাচের আগের দিন অনুশীলনেও দেখা যায়নি মেসিকে। অন্যদিকে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এমবাপ্পেকেও অনুশীলনে দেখা যায়নি। পরে প্যারিসের ক্লাবটি এক বিবৃতিতে জানায়, ওআরএল (নাক, কান বা গলা) সংক্রমণে ভুগছেন বিশ্বকাপ জয়ী তারকা এমবাপ্পে। আগামী সপ্তাহের শুরুতে তিনি অনুশীলন শুরু করবেন। তবে বিবৃতিতে মেসির বিষয়ে কিছু জানানো হয়নি।
এদিকে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো বলেন, ‘লিলের বিপক্ষে মেসি স্কোয়াডে থাকবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আজ সকালে তার পেশিতে সামান্য সমস্যা ছিল, তাই সতর্কতার অংশ হিসেবে সে আলাদাভাবে অনুশীলন করেছে। (লিলের বিপক্ষে) সে থাকবে কি না, তা দেখতে আমরা তাকে পর্যবেক্ষণ করব।’