অনলাইন ডেস্কঃ কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন রামভদ্রা যুব কল্যাণ পরিষদের ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যনির্বাহী পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সাতানী ইউনিয়নের রামভদ্রা শাহী ঈদগাহ ময়দানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা, ক্রেস্ট প্রদান, বাৎসরিক হিসাব এবং বাৎসরিক পরিকল্পনা, আর্থিক সহায়তা প্রদান এবং কাবাডি খেলার আয়োজন করা হয়।
আবদুল হক শাহ পীর সাহেবের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হাজী মোঃ কামাল হোসেন ফকির।
উপমহাদেশের অন্যতম হস্তাক্ষরবিদ ও ক্রীড়া ভাষ্যকার মো. মনির হোসেন মাস্টারের ধারাবর্ণনায় এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মো. আবদুর রশিদ, মো. আবদুল জলিল, ইদ্রীস আলী, আবদুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী মো. বাদশা ফকির, মো. হাসেম মিয়া, মো. খলিলুর রহমান, মো. লীল মিয়া, মো. অহিদ মিয়া, মেম্বার পদপ্রার্থী মো. নাজিম উদ্দিন, মো. তফাজ্জল হোসেন, মো. নাসির উদ্দিন, মেম্বার পদপ্রার্থী মো. সাত্তার মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাতানী ইউনিয়ন সমাজ কল্যাণ সংঘ এর উদ্যোক্তা মো. আতাউর রহমান ভূইয়া, রামভদ্রা যুব কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. লিটন আহমেদ, মো. ছবির আহমেদ, নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক মো. রুহুল আমিন, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক মো. হৃদয় আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রানাসহ সংগঠনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে পুর্ণাঙ্গ কমিটি পরিচিতসহ দীর্ঘ ৬বছরের এলাকার দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ১২লক্ষাধিক টাকার আর্থিক সহায়তাসহ খাদ্য ও বস্ত্র বিতরণ করে ভূয়সী প্রশংসায় ভাসেন।
অনুষ্ঠানে আরামবাগের একটি পরিবারে বিবাহে সহযোগিতা স্বরুপ নগদ ১০হাজার টাকা প্রদান, সংগঠনের সদস্যদের মাঝে ক্রেষ্ট ও ম্যাডেল প্রদান করে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।
৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে সংগঠনের নবনির্বাচিত ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নতুন কার্যনির্বাহী পরিচালনা কমিটির সদস্যরা হলেন: সভাপতি রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সহ-সভাপতি লিটন আহম্মেদ, সহ-সভাপতি মোঃ আলাল আহম্মেদ, সহ-সভাপতি আরিফুল ইসলাম ডালিম, সহ-সভাপতি ছবির আহম্মেদ, সহ-সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক রাসেল হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাকির, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ রিদয় আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান শেখ, ত্রান বিষয়ক সম্পাদক মোঃ হাসান, সহ-ত্রান বিষয়ক সম্পাদক মোঃ রিদয়, প্রচার সম্পাদক মোঃ আলমগীর, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রুবেল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রানা, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শাহিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ ইয়াছিন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইমরান, অর্থ সম্পাদক মোঃ রুহুল আমিন, সহ-অর্থ সম্পাদক মোঃ আরাফাত হাসান মুসা, কার্যনির্বাহী সদস্য মোঃ মুক্তার হোসেন সানি, মোঃ সেলিম মিয়া, মোঃ হালিম, মোঃ আব্দুল্লাহ, মোঃ সোহেল সরকার, মোঃ পারভেজ, মোঃ মানিক, মোঃ ইলিয়াস, মোঃ উজ্জ্বল, মোঃ সাকিল, মোঃ ফয়সাল, মোঃ নয়ন, মোঃ ধন মিয়া, মোঃ রমজান আলী, মোঃ রনি, মোঃ ইয়াকুব আলী, মোঃ নাজমুল হাসান, মোঃ রিয়াদ, মোঃ ইমন, ইয়াছিন হোসেন।
উল্লেখ্য, ছয় বছর পূর্বে দক্ষিণ কুরিয়া প্রবাসী মোঃ মাহাদি ইব্রাহিম স্বেচ্ছাসেবী সংগঠন রামভদ্রা যুব কল্যাণ পরিষদ প্রতিষ্ঠা করেন।
দক্ষিণ কুরিয়া প্রবাসী মোঃ মাহাদি ইব্রাহিম বলেন, সকলের কাছে দোয়া চাই, অতীতের চেয়েও এই সংগঠন আরো ভালো কিছু করুক, আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের এই সংগঠনের সকলকে কবুল করুন, আমিন।