অনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের (এসএম হল) একটি রুমের ছাদের পলেস্তারা খসে এক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২৪ অক্টোবর) সকালে হলের ১৩৬ নম্বর রুমে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম কামরুল হাসান। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় অল্পের জন্য তার চোখ রক্ষা পেয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী কামরুল হাসান জানান, আমি হলের ১৩৬ নম্বর রুমে থাকি। আজ ঘুমের মধ্যে কপালের ওপর খসে পড়েছে ছাদের পলেস্তারা। সামান্য এদিক সেদিক হলেই আমার চোখ চলে যেত। আমার কপাল কেটে গেছে। আমি ঢাকা মেডিকেলে ডাক্তার দেখিয়েছি।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পুরনো হলগুলের মধ্যে একটি সলিমুল্লাহ মুসলিম হল। হলের বিল্ডিংগুলো পুরাতন হওয়ায় প্রায়ই ঘটছে নানা ঘটনা। কিছুদিন আগে হলের একপাশে অনেক বড় ফাটল দেখা দেয়। পরে ওইপাশে থাকা শিক্ষার্থীদের সরিয়ে নেয় হল কর্তৃপক্ষ।
এদিকে, হলের বড় ধরনের দুর্ঘটনা এড়াতে হলটি বন্ধের দাবি জানিয়েছেন হলের শিক্ষার্থীরা।
হৃদয় নামে হলের এক শিক্ষার্থী বলেন, হলের নানা জায়গায় সমস্যা রয়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই, আমরা হল বন্ধের দাবি জানাচ্ছি।
বিষয়টি সম্পর্কে জানতে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুজিবুর রহমানকে ফোন দিলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। সূত্রঃ সময় নিউজ