অনলাইন ডেস্কঃ দুবছর পর ফের ভারত-পাকিস্তান মহারণ। ভারত-পাকিস্তান লড়াই মানে স্নায়ু বিকল করে দেওয়া প্রবল চাপ। সেই চাপ যে দল ভালোভাবে সামলাতে পারে, দিন শেষে তাদের গলায় ওঠে বরমাল্য।
বিশ্বকাপ মঞ্চে ভারতকে কখনও হারাতে না পারায় আজ পাকিস্তানই বেশি চাপে থাকবে।
রেকর্ডের পুরোটাই ভারতের পক্ষে। ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ভারতের বিপক্ষে ১২ ম্যাচের সবই হেরেছে পাকিস্তান।
বিষয়টি কি বেশি চাপ হয়ে গেল? শনিবার সংবাদ সম্মেলনে এমনটিই জিজ্ঞেস করা হয় পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমকে।
কিন্তু জবাবে যা বললেন বাবর তাতে বোঝা গেল এসব রেকর্ড, ইতিহাসকে পাত্তাই দিচ্ছেন না তিনি।
পাক অধিনায়ক বললেন, ‘দেখুন নিজেকে যতটা চাপমুক্ত রেখে খেলার মৌলিক বিষয়গুলো ঠিক রাখতে পারবেন দলের জন্য ততটাই ভালো। এটিই আমার বিশ্বাস। ম্যাচের দিন সেরাটা ঢেলে দেওয়াটাই মুখ্য। এ জন্য আমার দলের সবাই প্রস্তুত। আগে কী হয়েছে তা নিয়ে ভাবার সময় নেই, দরকারও নেই। সত্যি কথা বলতে— রেকর্ড গড়াই তো হয় ভাঙার জন্য। ম্যাচের দিন যারা ভালো খেলে তারাই জেতে। ভারতের বিপক্ষে জিততে হলে আমাদের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই ভালো করতে হবে। আমাদের তরুণরা ম্যাচটি খেলতে মুখিয়ে আছে। শুধু ভারত বলেই নয়; শুরুর ম্যাচটা জয় আমাদের খুব দরকার। শুরুতে জয় পেলে ম্যাচের পর ম্যাচ নিয়ে এগিয়ে যাব আমরা।’ সূত্রঃ যুগান্তর