অনলাইন ডেস্কঃ ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে ফিরলো চেলসি। দলের একমাত্র গোলটি করেন বেন চিলওয়েল।
যদিও ঘরের মাঠে আক্রমণাত্মক শুরু ছিলো ব্রেন্টফোর্ডের। ২২ মিনিটে ব্রায়ানের নেয়া শট প্রতিহত হয় গোলপোস্টে। এরপর অফসাইডে বাতিল হয় রোমেলু লুকাকুর করা গোল।
প্রথমার্ধের শেষ দিকে ডেডলক ভাঙেন চিলওয়েল। বাকি সময়ে ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হয়নি ব্রেন্টফোর্ড। এই জয়ে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চেলসি। সূত্রঃ যমুনা নিউজ