অনলাইন ডেস্কঃ ব্রিটিশ গায়িকা অ্যাডেল। দীর্ঘ ৬ বছরের বিরতির পর নতুন একক গানের অ্যালবাম নিয়ে ফিরছেন তিনি। চলতি বছরের ১৯ নভেম্বর বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন হবে সঙ্গীতশিল্পীর।
অ্যাডেল তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, আমি নিজের চলার পথ থেকে কঠিন সত্য শিখেছি। নেতৃত্ব দেওয়ার জন্য যা দরকার তা নিজের মধ্যে আবিষ্কার করেছি। আমার মনে হচ্ছে, অবশেষে আবার আমি নিজের অনুভূতিকে খুঁজে পেয়েছি। আমি সামনে এগিয়ে যেতে চাই। তাই শেষ পর্যন্ত এই অ্যালবামটি প্রস্তুত করেছি।
এই ব্রিটিশ তারকা আরও বলেন, ‘আমি চাই মানুষ গানের মধ্য দিয়ে আমার গল্প শুনবে।’ অ্যাডেল তার একক অ্যালবাম ‘ইজি অন মি’র একটি গানের সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করেছেন।
সংক্ষিপ্ত ক্লিপটিতে গানের কয়েকটি কর্ড এবং একটি টিজার ভিডিও দেখা গেছে। সাদা-কালো ভিডিওটিতে একটি টেপ ক্যাসেট প্লে করে গাড়ি চালাচ্ছেন তিনি। এ সময় একটি কালো জ্যাকেট পরে ছিলেন অ্যাডেল।
নতুন অ্যালবামে প্রযোজক এবং গীতিকার ম্যাক্স মার্টিন এবং শেলব্যাক। যারা আগের অ্যাডেলের ‘সেন্ড মাই লাভ’ একক অ্যালবামে কাজ করেছিলেন। ২০১৯ সালে অ্যাডেলে তার দুই বছরের দাম্পত্য জীবন থেকে বিচ্ছেদ নিয়েছেন। তাদের ঘরে একটি ছেলে সন্তান আছে। সূত্রঃ সময় নিউজ