অনলাইন ডেস্কঃ রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে চান বলেও জানান তিনি।
শুক্রবার ইয়াল্টা ইউরোপিয়ান স্ট্র্যাটেজি (ইয়েস) সামিটে ভ্লোদিমির জেলেনস্কির কাছে জানতে চাওয়া হয়েছিল রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বাঁধার সম্ভাবনা আছে কিনা?
জবাবে তিনি বলেন, আমি মনে করি এমনটা হতে পারে। জেলেনস্কি আরও বলেন, এটি সবচেয়ে খারাপ বিষয় হতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সম্ভাবনা রয়েছে।
২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদেরও সমর্থন জানিয়ে আসছে তারা। পূর্বাঞ্চলীয় ইউক্রেনে সংঘাতে ইতিমধ্যেই ১৪ হাজার মানুষ নিহত হয়েছে। সূত্রঃ বিডি প্রতিদিন