অনলাইন ডেস্কঃ বাতাস থেকে সরাসরি কার্বন-ডাই-অক্সাইড শোষণ করবে। এরপর সেটাকে শিলায় রূপান্তরিক করবে। তারপর মাটির নিচে চাপা দেবে। বিশ্বের সবচেয়ে বড় এই প্লান্ট স্থাপন করা হয়েছে আইসল্যান্ডে। গত বুধবার থেকে প্লান্টটি চালু হয়েছে।
প্লান্টটির নাম দেওয়া হয়েছে ‘ওরকা’। আইসল্যান্ডের ভাষায় যার অর্থ ‘শক্তি’। প্লান্টটি চারটি উইনিটে বিভক্ত। যার প্রতিটি দুটি করে ধাতব বাক্স দিয়ে তৈরি। দেখতে অনেকটা জাহাজের পণ্যবাহী কন্টেইনারের মতো।
সুইজারল্যান্ডের ক্লাইমওয়ার্কস ও আইসল্যান্ডের কার্বফিক্স যৌথভাবে এটি নির্মাণ করেছে। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্লান্টটি তার সক্ষমতা নিয়ে কাজ শুরু করলে বছরে চার হাজার টন কার্বন ডাই-অক্সাইড বাতাস থেকে শোষণ করবে। সূত্র : বিডি প্রতিদিন