অনলাইন ডেস্কঃ সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম ডাকার নিয়ম নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মিট দ্য প্রেসে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমি সব সময় বলি হাসিমুখে আপনার অ্যাটিচ্যুডটা ইম্পরট্যান্ট। কারণ সেবা নিতে গেলে ওয়েলকামিং অ্যাটিচ্যুড না থাকলে আপনি রেগে আছেন, তিরস্কার করছেন, এগুলো দুর্নীতি। আমি বারবার বলেছি, দুর্ব্যবহার দুর্নীতির শামিল। এটা করা যাবে না কোনোভাবেই।
এ সময় তিনি আরও বলেন, চলতি বছরে ৩টি বিসিএসের মাধ্যমে ১০ হাজারের বেশি ক্যাডার নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও সরকারের মেগাপ্রজেক্টগুলো বাস্তবায়নে দেশ বিদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে কর্মকর্তাদের যোগ্যতম করে গড়ে তোলা হয়েছে। বিজি প্রেসের যুগোপযোগী করায় কাজের মান ভালো হয়েছে, এতে পরীক্ষার প্রশ্ন ফাঁসও বন্ধ করা গেছে বলে জানান তিনি। সূত্রঃ যমুনা নিউজ