অনলাইন ডেস্কঃ সিলেট-তামাবিল মহাসড়কে কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা ফিরিয়ে দিলেন এক সিএনজিচালিত অটোরিকশা চালক।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে জৈন্তাপুর উপজেলা অফিসে কর্মরত অফিস সহকারী বাবু ব্যাংক থেকে ৩ লাখ টাকা উত্তোলন করে তার শাহপরান এলাকায় বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সাইকেলে থাকা টাকার ব্যাগটি পড়ে যায়। অনেক খোঁজার পরও আর ব্যাগটি পাননি তিনি।
এদিকে ওইদিন সিলেট-তামাবিল মহাসড়কে চলাচলকারী গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ এলাকার বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক মাঈন উদ্দিন মাঈন ব্যাগটি সড়কের পীরেরবাজার এলাকায় কুড়িয়ে পান। এরপর তিনি টাকার মালিক খুঁজতে থাকেন। ব্যাগে থাকা প্রাথমিক কিছু তথ্যে টাকার মালিকের পরিচয় জানা যায়।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সুধামন মান্নার মোবাইল ফোনে নিজ উদ্যোগে যোগাযোগ করেন সিএনজি অটোরিকশা চালক মাঈন।
অবশেষে শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা এলাকার কদমতলী আছমা ম্যানশনে সিলেট-ঢাকা আন্তঃজেলা বাস পরিবহন শ্রমিক উপ-কমিটির অফিসে সবার উপস্থিতে উপযুক্ত প্রমাণাদি দেখে সুধামন মান্না বাবুর কাছে ৩ লাখ টাকা তুলে দেন সিএনজি অটোরিকশা চালক মাঈন উদ্দিন মাঈন। এসময় সুধামন মান্না সিএনজি চালক মাঈন উদ্দিনের সততায় খুশি হয়ে ২০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেন। সূত্রঃ সময় নিউজ