অনলাইন ডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হংকংয়ের মেরিনায়। এতে ঘনিষ্ঠভাবে মোড়কযুক্ত কেবিন ক্রুজারগুলোর একটি লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় জ্বালানী ট্যাঙ্কগুলোতে আগুন ধরে ১০টি কেবিন ক্রুজার জাহাজ ডুবে গেছে।
আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, ডুবে যাওয়া কেবিন ক্রুজারসহ কমপক্ষে ১৬টি জাহাজে আগুন লেগেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ছয় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর তা আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। সূত্র : বিডি-প্রতিদিন