অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ডাগআউটে দলের সঙ্গে ছিলেন না। তাই হোটেলরুমে টিভির মাধ্যমেই চোখ রাখতে হয়েছে। মুস্তাফিজদের এমন বাজেভাবে খেলতে দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। এর ঝাল মিটিয়েছেন টিভি রিমোট দিয়ে। রাগের মাথায় একের পর এক টিভি রিমোট ভেঙেছেন তিনি। অথচ ডাগআউটে কতই না শান্ত দেখা যায় তাকে।
হাই স্কোরিং ম্যাচে রাজস্হান রয়্যালসের বিপক্ষে সেদিন ১৫ রানে হেরেছিল দিল্লি। ম্যাচটি দেখে পন্টিং বলেন, ‘খুব হতাশ ছিলাম। মনে হয় তিন-চারটে টিভি রিমোট ভেঙে দিয়েছিলাম ছুড়ে। কতগুলো বোতল যে রাগের চোটে দেওয়ালে ছুড়েছিলাম তা বলতে পারবো না। কোচ হিসেবে সাইডলাইনে বসে মাঠে যা হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করতে না পারা এক রকম অনুভূতি। কিন্তু মাঠে না থাকলে সেটা আরও হতাশাজনক।’সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের সাতে রয়েছে দিল্লি। তাই অবস্হানটা সুবিধাজনক নয় মুস্তাফিজদের। আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুখোমুখি হবে তারা। সূত্রঃ ইত্তেফাক