সৌদি আরবের মক্কায় আল-মাআলাত কবরস্থানের কাছে খননকালে কোরআনের একাধিক শিলালিপি আবিষ্কার এক ঠিকাদার করেছে।উদ্ধারের পরে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে।খবর- মিডল ইস্ট মনিটর।
আল-মাআলাত কবরস্থানের কাছে একটি স্মার্ট পার্কিং নির্মাণ প্রকল্পের কাজ করছেন ওই ঠিকাদার।এ সময় কাজ চলাকালীন তিনি কিছু পাথরের উপর পবিত্র কোরআনের আয়াত লেখা দেখতে পান।এসব পাথরের মধ্যে একটি পাথর আব্বাসীয় শাসনামলের বলে জানা যায়।
পবিত্র কোরআনের আবিষ্কৃত শিলালিপিগুলো ওই ঠিকাদার মক্কা নগরীর পর্যটন উন্নয়ন কাউন্সিলের সেক্রেটারি জেনারেল হিশাম বিন মোহাম্মদ মাদানীর উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
[…] পড়ুন:-১. ভারতের পাশে জাপান ২. মক্কায় পবিত্র কুরআনের শিলালিপি উদ্ধ… ৩.গালওয়ানে সেনা মৃত্যুর কথা […]