প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হয়ে আসছে।চলতি বছরের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।তবে ফল মেনে নেওয়ার আগাম ঘোষণা দিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প।ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,এ ধরনের গ্যারান্টি দেওয়ার সময় এখনও আসেনি।
এদিকে সিএনএন জানায়, এর আগে ২০১৬ সালের নির্বাচনের সময়ও একই রকম ঘটনা ঘটেছিল। ওই নির্বাচনের আগে আগাম ফল মেনে নিতে অস্বীকৃতি জানান তিনি। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছেন ট্রাম্প।
অপরদিকে সর্বশেষ জনমত জরিপগুলোতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের চেয়ে পিছিয়ে রয়েছেন ট্রাম্প।সম্ভবত এ কারণেই ফল মেনে নেওয়ার আগাম ঘোষণা দিতে অস্বীকৃতি জানান তিনি।