রাজধানী ঢাকার পল্লবী থানা কম্পাউন্ডের ভিতরে মঙ্গলবার (২৮ জুলাই) মধ্যরাতে বোমা বিস্ফোরণ হয়েছে।এ ঘটনার সাথে কোন জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বুধবার (২৯জুলাই) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি না এর সাথে জঙ্গিদের সম্পর্ক আছে।যাদের আটক করা হয়েছে তারা ডাকাত দলের সদস্য। তদন্ত হবে,তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান,পরিত্যক্ত অবস্থায় একটি বোমা থানা কম্পাউন্ডের ভেতরে দেখতে পেয়ে তারা বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেন।কিন্তু বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসার পূর্বেই বোমাটি বিস্ফোরিত হয়।