জলবায়ু উদ্বাস্তু ৬০০ পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ফ্ল্যাট বুঝিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার এই জন্মশতবর্ষে আমাদের অঙ্গীকার, দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না।’এ সময় প্রত্যেক গৃহহীনদের ঘর করে দেওয়া হবে বলেও জানান তিনি।বৃহস্পতিবার (২৩ জুলাই) জলবায়ু উদ্বাস্তু ৬০০পরিবারকে এই প্রকল্পের ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই)ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকাল সাড়ে ১০টায় খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। আমরা জাতির পিতার সেই স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছি।”
প্রধানমন্ত্রী আরো বলেন, “জাতির পিতার এই জন্মশতবর্ষে আমাদের লক্ষ্য কেউ গৃহহীন থাকবে না।জাতির পিতার জন্মশতবার্ষিকীর অঙ্গীকার ‘মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না’ বাস্তবায়ন করা হবে।অন্তত একচালা করে হলেও করে দেওয়ার ব্যবস্থা করা হবে।”
[…] […]