অনলাইন ডেস্কঃ শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। করোনার কারণে গত দুই বছর ঈদ বাজার জমে না উঠেলেও এবার পরিস্থিতি ভিন্ন। বিপণিবিতানগুলোতে নানা বয়সের নারী, পুরুষ ও শিশুরা কিনছে পছন্দ মতো পোশাক। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
রাণীনগর (নওগাঁ): ঈদকে সামনে রেখে মুখরিত হয়ে উঠেছে পোশাক, জুতাসহ কসমেটিক্সের দোকান। কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। হিরা ফ্যাশনের বিক্রয় কর্মী রফিকুল বলেন, এবার শুরু থেকেই ভিড় দেখা যাচ্ছে। প্রতিটি ছুটির দিন লোকে লোকারণ্য হয়ে যাচ্ছ শপিংমল ও মার্কেটগুলো। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ বলেন, ঈদ মার্কেটে ক্রেতারা যেন শান্তিপূর্ণভাবে কেনাকাটা করতে পারেন সেজন্য উপজেলার গুরুত্বপূর্ণ স্হানগুলোতেও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ঈশ্বরদী (পাবনা): পৌর শহরসহ উপজেলার বিভিন্ন মার্কেটে তৈরি পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, বাজারের মার্কেটসহ রেলওয়ের পুরাতন মার্কেটগুলোতেও ক্রেতাদের ভিড় দেখা গেছে। এ ব্যাপারে ভোক্তা অধিকারের প্রসিকিউটার সানোয়ার রহমান খোকন জানান, পাবনা থেকে ভোক্তা অধিকারের কর্মকর্তা এসে অতিরিক্ত দাম রাখায় কয়েকটি দোকানে জরিমানা করেছে।
তালা (সাতক্ষীরা): বিভিন্ন বাজারের বিপণিবিতানগুলো ঘুরে দেখা গেছে, অন্যান্য বারের মতো এবারও মার্কেটে ভারতীয় পোশাকের আধিক্য। বিভিন্ন নামে বিক্রি হচ্ছে এসব পোশাক। তালা বাজারে কাপড় ব্যবসায়ী সৈয়দ কামাল হোসেন জানান, এবার করোনার প্রকোপ কম থাকায় বাজারে ক্রেতারা আসছেন।
মাগুরা: দোকন থেকে দোকান ঘুরে পছন্দের পণ্য ক্রয় করছেন ক্রেতারা। ফুটপাতে বসেছে নানা ধরনের দোকান। হাজার হাজার মানুষের আগমনে মাগুরা উত্সবের নগরীতে পরিণত হয়েছে। দর্জিরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। সৈয়দ আতর আলী সড়কে ফুটপাতে বসে নানা ধরনের কসমেটিক্স ও কাপড়ের দোকান। শহরে যানজটের সৃষ্টি হচ্ছে।
বানারীপাড়া (বরিশাল): বানারীপাড়ার বন্দর বাজারে সরেজমিনে দেখা যায়, ক্রেতারা ঘুরে ঘুরে তাদের পছন্দের পোশাক, জুতা, কসমেটিক্সসহ বিভিন্ন জিনিস কিনছেন। বিপণিবিতানগুলো ছাড়াও ফুটপাতের দোকানেও ক্রেতাদের ভিড় দেখা যায়। ক্রেতা সুখী খানম জানান, এবার সব ধরনের পোশাকের দাম একটু বেশি, তারপরও কেনাকাটা করছি।
চাটমোহর (পাবনা): উপজেলায় তৈরি পোশাকের দোকানে ভিড় সবচেয়ে বেশি। তাছাড়া কসমেটিক্স, জুতা আর গহনার দোকানেও বেশ ভিড় দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা জানান, করোনার কারণে গত দুই বছর ব্যবসায় স্হবিরতা নেমে আসে। ব্যবসা হয়নি। কিন্তু এবার ক্রেতার উপস্থিতি বেশ ভালো। বিক্রিও বেড়েছে। চাটমোহর পৌর শহরের অভিজাত মার্কেটের পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও ভিড় লক্ষ্য করা গেছে। সূত্রঃ ইত্তেফাক