বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য চীনের একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। রবিবার (১৯ জুলাই) বিএমআরসির পরিচালক ডা. মাহমুদ উজ জাহান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ অনুমোদনের ফলে ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে হতে যাচ্ছে।সিনোভ্যাক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের তৈরীকৃত ভ্যাকসিনটি দেশে ট্রায়ালের অনুমোদন চীনের কাছ থেকে পেয়েছে। অপরদিকে জাতীয় কমিটিও তার নীতিগত অনুমোদন দিয়েছে।ট্রায়ালের বিষয়ে ড.. মাহমুদ-উজ-জাহান জানান, প্রাথমিকভাবে সরকারি ৭-৮টি কোভিড হাসপাতালে এ ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের কথা রয়েছে।