অনলাইন ডেস্কঃ রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) ভোর ৫টায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান জানান, খিলগাঁও ফ্লাইওভারের উপরে মোটরসাইকেলকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতরা হলেন- বিধান বিশ্বাস (৪২) ও এনতারুজ্জামান (৪৩)। বিধান বিশ্বাসের বাড়ি খুলনার ফুলতলা এলাকায়। সে মৃত ওশীনী বিশ্বাসের ছেলে। অন্যদিকে এনতারুজ্জামাননের বাড়ি রাজধানীর ভাটারা থানা এলাকায়। তিনি আব্দুস সালামের ছেলে। সূত্রঃ ইত্তেফাক