লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রথম বিচারক হিসেবে তিনি মৃত্যু বরণ করেন।
বুধবার (২৪ জুন) রাত আটটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুপ্রিম কোর্ট মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সাইফুর রহমান বলেন,’ফেরদৌস আহমেদ চার দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার দিবাগত রাত আটটায় তিনি মারা যান। আগামীকাল বৃহস্পতিবার(২৫ জুন) সকাল ১১ টায় জামালপুর শহরে মরহুমের জানাজা শেষে সেখানেই তাঁর দাফন সম্পন্ন হবে’।
বিচারক ফেরদৌস আহমেদের মৃত্যুতে পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক।শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।