অনলাইন ডেস্কঃ লেকের পানিতে ভাসছে হাজারো পাখির মরদেহ- এমন দৃশ্য দেখা যাচ্ছে ইসরায়েলের হুলা ভ্যালির ন্যাশনাল পার্কে। অঞ্চলটিতে বার্ড ফ্লু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি পরিযায়ী পাখির।
জনপ্রিয় অভয়ারণ্যে পর্যটকদের ভ্রমণ সীমিতকরণের নির্দেশ দেয়া হয়েছে এরই মধ্যে। আশপাশের পোল্ট্রি ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে আতঙ্ক। মুরগির খামারগুলোয় নেয়া হয়েছে বিশেষ সতর্কতা। হাজার হাজার মুরগির পরীক্ষা চলছে প্রশাসনের তরফ থেকে। এর ফলে স্থানীয় বাজারে ডিমের স্বল্পতা দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।
এ ঘটনাকে দেশটির ইতিহাসে বন্যপ্রাণীদের সবচেয়ে বড় বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন পরিবেশ মন্ত্রী। ন্যাশনাল পার্কের লেকের পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। সম্প্রতি পার্কটিতে ঘুরতে আসা শিশুরাও ফ্লুতে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্রঃ যমুনা নিউজ