অনলাইন ডেস্কঃ ইউক্রেনের সকল পণ্যের উপর শুল্ক প্রত্যাহার এবং রাশিয়ার পণ্য ও প্রযুক্তি রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।
যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য সচিব অ্যান-মারি ট্রেভেলিয়ান এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের অর্থনীতিকে সমর্থন করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি অনুরোধের প্রেক্ষিতে এ ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, যুক্তরাজ্য ইউক্রেনের যেসব পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করেছে তার মধ্যে দেশটির মূল রপ্তানি পণ্য বার্লি, মধু, টিনজাত টমেটো এবং পোল্ট্রি রয়েছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, ’আমরা এই চলমান লড়াইয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছি এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইউক্রেনের টিকে থাকা নিশ্চিতে কাজ করবো।’ সূত্রঃ সমকাল