অনলাইন ডেস্কঃ আবারও পেছাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। সাত দিন পিছিয়ে ৩০ জুলাই থেকে বিপিএল ফুটবল শুরুর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।
ঈদের পর শনিবার (২৪ জুলাই) থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এ দিন ছিল উত্তর বারিধারা বনাম চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন বনাম রহমতগঞ্জের সঙ্গে ম্যাচ।
চারটি ক্লাবই ম্যাচ খেলার জন্য প্রস্তুত ছিল। কিন্তু শুক্রবার (২৩ জুলাই) রাতে বাফুফে হঠাৎ লিগ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এতে আবারও অনিশ্চয়তার মধ্যে পড়লো ক্লাবগুলো।
ইতোমধ্যে ফিকশ্চারও দিয়েছে ফেডারেশন। সেভাবেই সব ক্লাব ক্যাম্প চালিয়ে আসছিল। ফুটবলাররা পরিবারের সঙ্গে ঈদ করতে পারেননি। ক্লাবেই ছিলেন।
এদিকে, ২৩ জুলাই থেকে আরও কঠোর লকডাউন। এটি জানার পরেও বাফুফে ক্লাবগুলোকে খেলা চালানোর ব্যাপারে আত্মবিশ্বাস দেখিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসল তারা। সূত্রঃ সময় নিউজ