অনলাইন ডেস্কঃ অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। বলিউডের এই বহুচর্চিত বিয়ে নিয়ে গত কয়েক দিন ধরে তোলপাড় সংবাদমাধ্যম। ফ্যানেদের মধ্যেও উত্তেজনার পারদ তুঙ্গে। তবে শেষ মুহূর্তে কাহিনিতে টুইস্ট! এবার নায়িকার পরিবার জানাচ্ছে আপতত স্থগিত রণবীর-আলিয়ার বিয়ে!
আলিয়ার ভাই রাহুল ভাট মঙ্গলবার এক সাক্ষাত্কারে জানিয়েছেন, ১৪ই এপ্রিল কাপুর ও ভাট পরিবারে কোনও বিয়ের আসর বসছে না। রাহুল জানান, ‘বিয়েটা হচ্ছে, সেটা তো সবার জানা। তবে ১৪ই এপ্রিল কোনও বিয়ে হচ্ছে না। ১৩ বা ১৪ তারিখ বিয়ের কোনও অনুষ্ঠান নেই। এটা এক্কেবারে নিশ্চিত। আসলে শুরুতে তেমনটাই হওয়ার ছিল, কিন্তু সংবাদমাধ্যমে তারিখ ফাঁস হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে বিয়ের তারিখ বদলে দেওয়া হয়েছে। আমি এইটুকুই বলব, ১৩ বা ১৪ তারিখ বিয়ে হচ্ছে না। বিয়ের তারিখ নিয়ে খুব শিগগিরই কোনও ঘোষণা আসতে চলেছে’।আলিয়ার বাবা মহেশ ভাট এই ব্যাপারে কোনওরকম মন্তব্য থেকে বিরত থেকেছেন। আলিয়ার বিয়ের তারিখ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমাকে রণবীরের মা নীতু কাপুর এই নিয়ে কিছু বলতে মানা করেছে, তাই আমি ওঁনার অনুরোধ ফেলতে পারব না’। সূত্রঃ ইত্তেফাক